সৌরভ লোধ ||
বরুড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরেন তাসকিন তুলি, বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাসির উদ্দিন মাহমুদ, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার, বরুড়া পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। চুরি, মাদক, কিশোর অপরাধ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও পরিষদের কার্যক্রমের স্বচ্ছতা বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
