কুমিল্লা ব্যুরো:
জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। নির্বাচনী আমেজ জমজমাট কুমিল্লা ৮ (বরুড়া) আসনে। এই আমেজের একক আধিপত্য দেখাচ্ছেন নৌকার প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।
অনেকের ধারনা,সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো প্রার্থী হয়ে বাজিমাত করতে যাচ্ছেন এই নৌকার মাঝি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের নির্বাচন করবেন প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। এ আসনে তার কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। বিএনপি নির্বাচনে না আসা এবং নিজ দলের বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থী না থাকায় জয়ের পথ অনেকটাই মসৃণ শফিউদ্দিন শামীমের।
এই আ.লীগ নেতার এটাই প্রথম কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা। এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
এ আসনের বর্তমান সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলকে বাদ দিয়ে শফিউদ্দিন শামীমকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। তবে সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র কিনেন। শেষ পর্যন্ত ১৭ ডিসেম্বর তা প্রত্যাহার করে নেন।
প্রথম চাওয়াতেই নৌকার টিকিট পাওয়া শফিউদ্দিন শামীমের সামনে চ্যালেঞ্জ নেই বললেই চলে। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইরফান বিন তোরাব আলী এবং সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির সাবেক নেতা অধ্যাপক নূরুল ইসলাম মিলন। দ্বিধাবিভক্ত জাতীয় পার্টির ভোট ভাগাভাগির ফলে নৌকার শফিউদ্দিন শামীম বিপুল ভোটে জয়ী হতে পারেন বলে অভিমত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের।
সূত্রমতে আরো জানা যায়,দানবীর হিসেবে পরিচিত শিল্পপতি শফিউদ্দিন শামীমকে ভোট দিতে পারেন অন্য
মোঃ-আবুহানিফ হৃদয়
বিবর্তন নিউজ ২৪