নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীদের চলমান শিবচতুর্দশী মেলায় একটি গুজবকে কেন্দ্র করে ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন অন্তত ১০ জন। একই ঘটনায় চাপা পড়ে অনেকেই অসুস্থ হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্য রাতে পাহাড় থেকে নামার সময় ‘সিঁড়ি ভেঙে দুজন মারা গেছেন’ এমন গুজব ছড়িয়ে পড়ে। এরপর পাহাড়ে ওঠানামার পথ বন্ধ করে দেওয়া হয়। রোববার ভোরে ইকোপার্কের দিকে বিকল্প পথে ওঠানামা শুরু হয়। এতে করে প্রচণ্ড ভিড় হয়। ভিড়ের কারণে ধাক্কাধাক্কিতে কয়েকজন আহত হন। এছাড়া চন্দ্রনাথ পাহাড়ে প্রচণ্ড চাপের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েন।
আহতদের কয়েকজন হলেন- রানি দাশ, শিল্পী সেন, চমকা দেব, কমল কর্মকার, ননী গোপাল, অর্ণব সাহা, অমিত এবং সাবিত্রি।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূর উদ্দিন রাশেদ ঢাকা পোস্টকে বলেন, আহত ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া মেলা প্রাঙ্গণে স্থাপিত স্বাস্থ্য ক্যাম্পে শুক্রবার থেকে রোববার পর্যন্ত প্রায় দুই হাজার জনকে সেবা দেওয়া হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, এ বছর মানুষের চাপ বেশি। এতো চাপ আগে হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা। একটি গুজবকে কেন্দ্র করে শনিবার মধ্য রাতে পাহাড়ে ওঠানামার পথ বন্ধ ছিল। রোববার ভোরে ইকোপার্ক হয়ে বিকল্প পথে পূণ্যার্থীদের নামিয়ে আনা হয়। এতে হুড়োহুড়িতে কয়েকজন আহত হয়।
জানা গেছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ২০০ ফুট ওপরে পাহাড়ের চূড়ায় থাকা চন্দ্রনাথ ধামে শিবের মন্দিরে প্রতিবছর শিবচতুর্দশীতে লাখ লাখ সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থী সমবেত হন। প্রতিবছর তিনদিন হলেও তিথির কারণে এবার মেলা হবে চারদিন।