সৌরভ লোধ:
বরুড়া পৌরসভার উদ্যোগে প্রচন্ড তাপপ্রবাহ ও তীব্র গরমে রিকশা ও অটোচালকসহ সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরন ও তপ্ত রাস্তা শীতল করতে গাড়ি দিয়ে পানি ছিটানো হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) সকাল থেকে পৌরসভার কাজে নিয়োজিত একটি ট্রাকের মধ্যে পানির ট্যাংকি বসিয়ে
বরুড়া বাজারের জিরো পয়েন্ট থেকে চান্দিনা রোড,কলেজ রোড,ভাকউসার রোডে পানি ছিটতে দেখা যায়।
আমিন মিয়া নামক এক পথচারী বলেন,মেয়রের এই উদ্যোগকে আমরা দারুন ভাবে উপভোগ করছি। দেশজুড়ে চলা তাপপ্রবাহের মধ্যে পৌরসভা বাসীকে কিছু স্বস্তি দিতে পানি ছিটানোর এই কাজটা যাতে অব্যাহত যাতে থাকে।
বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন বলেন,আমাদের পানি দেওয়ার আধুনিক যন্ত্রপাতি নেই।পানি ছিটানোর জন্য মাত্র একটাই গাড়ি রয়েছে।
সকাল আটটা থেকে বিকাল পর্যন্ত চলবে পানি ছিটানোর কাজ। আমরা পানি ছিটানোর পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে পথচারীদের সরবারাহের ব্যবস্থা করেছি। যতদিন এমন তাপমাত্রা থাকবে ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।